রাজস্ব আহরনের জন্য তথ্য-প্রযুক্তি এখন একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যেই অনলাইনে আয়কর রিটার্ন গ্রহন শুরু করেছে। ই-গভর্নেন্স চালুর মাধ্যমে প্রশাসনের সকল স্তরের অনিয়মের পথগুলো অনেকটাই রুদ্ধ হয়ে যাবে। সর্বক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা আরো সহজ হবে। বর্তমান সরকার ই-গভর্নেন্স, ই-কমার্স চালু করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে কাজ করছে, সে প্রত্যাশা পূরণে কর অঞ্চল-১, চট্টগ্রাম থেকে আমাদের এই উদ্যোগ। একজন করদাতা যেন নিজ আয়কর অধিক্ষেত্র সম্পর্কে জ্ঞাত হয়ে, নিজেই নিজের আয়কর রিটার্ন পূরণ এবং কর নির্ধারণে সক্ষম হন, সেই লক্ষ্যে আমরা এই ওয়েব সাইটে সকল প্রকার দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় ফর্মগুলো সন্নিবেশিত করেছি। অর্থনীতির বিভিন্ন পর্যায়ে অবস্থানরত করদাতাগণ আয়কর দিতে স্বত:স্ফূর্ততা বোধ করেন। কর আহরণে করদাতা ও আহরণকারীর মধ্যকার দূরত্ব যত কমে আসবে, তত বেশী করদাতা করনেটের আওতায় আসবে এবং কর রাজস্ব আহরণে সুষম, সহনশীল ও দায়িত্ববোধের বিকাশ ঘটবে।
কর কমিশনার
কর অঞ্চল-১, চট্টগ্রাম।